পুশ পুল বা শর্ট কোড এসএমএস
পুশ পুল বা শর্ট কোড এসএমএস হচ্ছে কিছু স্পেশাল ফোন নাম্বার ( সাধারন ১১ ডিজিটের মোবাইল নাম্বারের চেয়ে ছোট ) যা সাধারণত ব্যবহার হয় এসএমএস রিসিভ করে অনলাইনে স্বয়ংক্রিয় ভাবে এসএমএস এর উত্তর দেয়া এবং স্বয়ংক্রিয় ফোন কল করার জন্য । পুস পুল বা শর্ট কোড সার্ভিস বাংলাদেশে ব্যাপক ভাবে ব্যাবহার হয় ব্যাবসাহিক প্রয়োজনে যেমন কাস্টমার কেনাকাটা অথবা প্রডাক্ট বুকিং এর জন্য, এছাড়াও বিভিন্য তথ্য যেমন প্রোডাক্ট / সার্ভিস / ব্যাবসাহিক প্রয়োজন ।
অন্যান্য ক্ষেত্রে যেমন বহুজাতিক কম্পানি গুলো তাদের পণ্যের প্রচারনা বা তাদের গ্রাহকের কাছে প্রোডাক্টের তথ্য,উপকারিতা অথবা প্রোমোশন পৌঁছে দেয়ার জন্য পুশ পুল বা শর্ট কোড সার্ভিস ব্যবহার করেন বাংলাদেশে, কর্মচারী দের কাছে সকল তথ্য অথবা কিছু নির্দিষ্ট গ্রাহকের কাছে সকল তথ্য সহজলভ্য করার জন্য পুস পুল বা শর্ট কোড সার্ভিসের কোন বিকল্প নেই, খুব সহজেই যেকোন ব্যাংকের একজন গ্রাহক একটি মাত্র এসএমএস এর মাধ্যমে তার সকল ব্যাংকের ইনফরমেশন পেয়ে যায় তার মোবাইল ফোনে । এছাড়াও এই এসএমএস গেটওয়ে বা পুস পুল বা শর্ট কোড সার্ভিসের চাহিদা মত ব্যবহারের অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেমন, বিভিন্ন সার্ভিসের সাবস্ক্রিপ্সন, এসএমএস এর মাধ্যমে মোবাইল ফোনে রিংটোন ডাউনলোড, গেমস ডাউনলোড, বিভিন্ন এসএমএস প্রতিযোগিতা, অনলাইন ভোটিং সার্ভিস এখন বাংলাদেশে ব্যবহার হয় বিভিন্ন ট্যালেন্ট হান্ট যেমন বাংলাদেশি আইডল, ক্লোজ আপ ওয়ান ইত্যাদি, বিভিন্ন চ্যারিটি ডোনেসন এবং অন্যান্য মোবাইল ফোন সার্ভিস এই সকল সার্ভিসে বাংলাদেশে ব্যাপক ভাবে ব্যবহার হচ্ছে পুস পুল বা শর্ট কোড এসএমএস সার্ভিস । পুস পুল বা শর্ট কোড এসএমএস সার্ভিসের ব্যাবহারের আসলে কোন শেষ নাই, অনলাইনে কনটেন্ট কেনার জন্য, ওয়েবসাইটে হেল্প মেনুতে, রাজনৈতিক ভোটিং বা জনমত যাচাই, মোবাইলে রেডিও সার্ভিস এছাড়াও আরও অনেক ফিল্ডে এই পুস পুল বা শর্ট কোড এসএমএস ব্যবহার হচ্ছে বাংলাদেশে । মোবাইল ফোন অপারেটর কোম্পানি, ভি এ এস সার্ভিস প্রোগ্রাম, এফএম রেডিও, টিভি চ্যানেল সহ আরও অনেক কোম্পানি পুস পুল বা শর্ট কোড এসএমএস সার্ভিস ব্যবহার করে তাদের অন্যতম ব্যাবসাহিক মাধ্যম হিসেবে । ।
যেহেতু পুস পুল বা শর্ট কোড এসএমএস সার্ভিস একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া, যা অটোম্যাটিক ভাবেই রেস্পন্স করে এবং সেন্ডারের প্রয়োজন মত তথ্য ফিরতি এসএমএস -এ পাঠিয়ে দেয় । পুস পুল বা শর্ট কোড এসএমএস সার্ভিসে আপনার সুধু মাত্র কমান্ড টা দিয়ে রাখতে হবে যে আপনি আপনার ক্লাইন্ট বা কাস্টমার কে কি প্রশ্নের জবাবে কি উত্তর দিতে চান ।
বাংলাদেশে অ্যাডভ্যাটাইজ, বা প্রচারণায় যেখানে পুস পুল বা শর্ট কোড এসএমএস সার্ভিস দিয়ে ব্যবহার হচ্ছে সেখানে প্রভাইডারের সুধু মাত্র নিচের ফরম্যাট অনুসরণ করলেই হচ্ছেঃ
যেমন আপনি আপনার অনলাইন পত্রিকার সকল ব্রেকিং নিউজ গুলতে পুস পুল বা শর্ট কোড এসএমএস সার্ভিস ব্যবহার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ম্যাসেজ অপসনে গিয়ে ব্রেকিং নিউজ লিখে ৪৪৪৪ নাম্বারে এসএমএস করলেই ফিরতি এসএমএস -এ আপনার গ্রাহক পেয়ে যাচ্ছে সকল ব্রেকিং নিউজ গুলো ।
সাধারনত ফরম্যাট টা এমন হয়ঃ Long version: Text Breaking News to 4444 for latest Breaking news.
Example 2 - Short version: Breaking@4444
বাল্ক এসএমএস আমাদের দেশে অন্যান্য আরও যে সকল নামে পরিচিতঃ বাল্ক এসএমএস, এসএমএস মার্কেটিং, বাংলাদেশি এসএমএস, এসএমএস গেটওয়ে, ম্যাসেজ, মেসেজ, এসএমএস, ব্রান্ডিং এসএমএস, পুশ-পুল, মাস্কিং এসএমএস, ব্লাক আইজ এসএমএস, মোবাইল মার্কেটিং, শর্ট কোড, এসএমএস মার্কেটিং সোলিউসোন, একটি বিশ্বস্ত এসএমএস মার্কেটিং সলিউসন , এসএমএস মার্কেটিং, এসএমএস গেটওয়ে
.